২৬ মার্চ ২০২১

গোলাম কবির




খুব জানতে ইচ্ছে করে 


এই অখণ্ড ভারত একবার ভেঙেছিলো ১৯৪৭ এ, যুদ্ধে যুদ্ধে তারা স্বাধীনতা অর্জন করেনি, করেছিলো সেই পুরাতন ইস্যু হিন্দু এবং মুসলিম।  হয়েছিলো কতো সাম্প্রদায়িক দাঙ্গা -
ভাঙার আগে ইতিহাস বলে সে কথা, 
আমি বলি না। সাম্প্রদায়িক দাঙ্গার 
সেই কালো থাবা ছুঁয়ে গেছে আমাদের নোয়াখালীতেও, ইতিহাসই বলে সে কথা। 
তারপর? দীর্ঘশ্বাস নিয়ে প্রিয় স্বদেশ ছেড়েছিলো কতো বাঙালি হিন্দু ও মুসলমান, 
কেউ পরিচয় পেলো ঘটি আবার কেউ বাঙাল। দেশভাগের অভিশাপে ভাগ হলো পাঞ্জাবও, 
ভারত ও পাকিস্তানে হৃদয় ভাঙা কষ্ট নিয়ে 
চলে গেলো তারা এতোটা বছর! 
কিন্তু সেই হৃদয় ভাঙা কষ্ট গেলো না 
এখনো কোথাও! মানুষ আর মানুষ হলো না, 
হিন্দু নয় তো মুসলমানই থেকে গেলো! 
শিক্ষা হলো না শাসক গোষ্ঠীর কোথাও, 
এখনো আবার সেই একই ইস্যুতে ষড়যন্ত্রে মেতেছে ষড়যন্ত্রকারী শাসক গোষ্ঠী, 
ওরা কী মানুষের হৃদয়ের আবেগ ও কান্না 
শোনে না, নাকি অন্ধ ও বধির! 
খুব জানতে ইচ্ছে করে, 
খুব জানতে ইচ্ছে করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much