২৬ মার্চ ২০২১

ওয়াহিদা খাতুন




বসন্তছোঁয়া


শনশন বাতাস বহে মহুয়ার ওই বনে--

উদাস বাউল মনটা আমার কুহুকুহু শুনে--

মাতলা নদীর উধাও হাওয়ায় মনটা ভেসে যায়--

বলগা হরিণ নেচে চলে দূরে বনো-ছায়--

আবির মাখা কুহুধ্বনি ওঠে প্রতিক্ষণে;

শনশন বাতাস বহে মহুয়ার  ওই বনে--!


বনোমালী গেয়ে চলে কেয়াগাছের ডালে;

নাচছে সবাই কোমর বেঁধে ঝুমুর গানের তালে;

ঝুমঝুম ঝুম নূপুর বাজে সুরের মোর্ছনায়--

হাড়িয়া আর মাদল নিয়ে হেতালের তলায়--

বসন্তেরি কিযে যাদু লাগলো সারা মনে--!

শনশন বাতাস বহে মহুয়ার ওই বনে--!! 


রচনাকাল:-২৫/০৩/২০২১ সকাল ৯টা ৫৩ মিনিট! (গান নং ৪৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much