২৬ মার্চ ২০২১

প্রেমাংশু শ্রাবণ




বর্ষা ও বসন্তের বিলম্বিত

 
কাছে এসো,
বাড়াও চিবুক
তোমার মধ্যমায় ছুঁয়ে ছুঁয়ে দেখি
সবুজ অরণ্য। 

বাড়াও দু'হাত
মাপি আঙ্গুলের যৌথ আয়োজন 
ওষ্ঠ ও অধরে লিখি
অন্তর্লীন অশান্ত অভিধান। 

আরো কাছে এসো,শুনি
চুলের গভীর ঘন বনে
কি সুঘ্রাণে-------
বয়ে চলে বর্ষা ও বসন্তের বিলম্বিত। 

শরীরে সঙ্গীত দাও
হারাবো সে নৃত্য ভঙ্গিমায়, 
আসনের উপাত্ত রেখে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much