২৬ মার্চ ২০২১

জারা সোমা




মালী



বোঝাপড়াগুলো পাড়ি জমায় পাহাড়ে

তারপর  জমে ওঠে খাঁজ প্রতিখাঁজে


  নিরেট ব্যথার একক গল্পগুলো 


প্রিয় আঙুল ছুঁলেই গলে জল 

শোকের দর্পণে জীবনের জলছাপ 


গুটিপায়ে মাঘ আসে দোরগোড়ায়


শহুরে  বনফায়ারের ধোঁয়া ও ছাই

 কীভাবে যেন হারিয়ে ফেলে আলাপচারিতা


উত্তরে বাতাসের কানে কেউ যেন বলে ওঠে


প্রেম এসে গতিপথ বদলে ফিরে গেছে মেঘমুলুকে

 আদাব ও আদর করার মালীর অভাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much