মালী
বোঝাপড়াগুলো পাড়ি জমায় পাহাড়ে
তারপর জমে ওঠে খাঁজ প্রতিখাঁজে
নিরেট ব্যথার একক গল্পগুলো
প্রিয় আঙুল ছুঁলেই গলে জল
শোকের দর্পণে জীবনের জলছাপ
গুটিপায়ে মাঘ আসে দোরগোড়ায়
শহুরে বনফায়ারের ধোঁয়া ও ছাই
কীভাবে যেন হারিয়ে ফেলে আলাপচারিতা
উত্তরে বাতাসের কানে কেউ যেন বলে ওঠে
প্রেম এসে গতিপথ বদলে ফিরে গেছে মেঘমুলুকে
আদাব ও আদর করার মালীর অভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much