বেদনা
তোমরা সবাই লড়াই করো
আমাদের যত যন্ত্রনা
তোমার সবাই মিথ্যে বলো
আমাদের সত্য সত্য না
তোমরা আমরা শব্দ বেঁধে
আমার তোমার লাভটা কি
তোমরা হাস আমরা কেঁদে
বলো কুর্শি পেয়ে ফলটা কি
নিজের আখের অক্ষরেতে
নেতা ! জনগণের দরদ কই
হচ্ছ জয়ী তাদের ভোটে
অথচ থালা হাতে আমরা ওই ।
এখন কার রাজনীতি এই I মাত্র পাঁচ বছরের অস্থায়ী চাকরি I কাল গাড়ি পাবে অনেক কিছুই I উড়বে আকাশে I আবার আসিবে ফিরে এই নির্লজ্ব খেলা খেলতে I যাদের জন্যে ধনবান যাও ভুলে I এখন লোক জেগেছে এখানে সবাই শক্তি বান I ভোটে যে হারবে বা জিতবে, আমার পাশে বসে খাবে আলুরদম I
উত্তরমুছুন