২৬ মার্চ ২০২১

স্বপন কুমার ধর


 


একাকীত্ব



একা ঘরে আমি, বসিয়া রহিয়াছি,

করিয়া রুদ্ধ দ্বার,

ভাবিতেছি মনে সঙ্গী না থাকিলে,

জীবন-টাই কী অসার!


বহুদিন পরে, কিছুদিনের তরে,

গিয়াছে যে সে, বাপের বাড়ি,

জননী যে তার,থাকে একা একা,

বাড়িটি যে তার , লাগে ফাঁকা ফাঁকা।


একদা তাহার সবাই যে ছিল,

ছিল না একাকীত্ব,

জীবিকার তরে, আজ যে তারা,

রয়েছে ভীষন ব্যস্ত।


মনে ভাবি হায়! সকলের-ই কী কপাল,

"মা" থাকে একা দূরে,

ইচ্ছে থাকিলেও, পারেনা থাকিতে,

মা'র কাছে সদা কেহ।


ঘুরিবে যে কাল, আসিবে এদিন,

আমাদের সবার-ই জীবনে,

বুঝিব এ ব্যথা, যাহা সহিতেছে মাতা,

আপন বার্ধক্য কালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much