২৭ ফেব্রুয়ারী ২০২১

রেবা রেবা




যায় একাকিবেলা বয়ে যায় রে



আয় মনের পথ দরে আয় রে

যায় একাকি বেলা বয়ে যায় রে,

যানিনা কোন সে দূরে থাকে

এমন করে বলে যায় বারে বারে।


ভালো লাগেনা  কোন কিছুই

ঘুমের চোখে কিযে এলোমেলো

স্বপ্নে দেখিছি যারে পাব কি তারে?


একটি জীবন আমার একটি স্বপ্ন

একটি চাওয়া সে শুধুই 

তারি ভালোবাসা পাওয়া।


স্বপ্ন দেখি সাধনা করি

অপেক্ষার প্রহর গুনি উদ্দেশ্য 

সুধুই তাহারে আপন করে পাওয়া।


আমার ভালোবাসা দেহ মন

তাহারি জন্য করে দিতাম বিসর্জন। 

তাহার চোখে জমা বিষাদ টুকু

এক নিমেষেই মুছে দিতাম

কষ্ট গুলো আর পারতোনা 

তাহারে অকারণে কষ্ট দিতে।


আয় মনের পথ ধরে আয়রে

যায় একাকিবেলা বয়ে যায় রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much