হেমলক
'ভালোবাসা' শরীরের তাঁবেদারি শোক
বুকে তার "প্রেমিক-এর কর্মী নিয়োগ"
মুগ্ধ গোপন ছিল তাতে আমি দায়ী
ফালতু মেসেজে বাঁচি শর্তানুযায়ী
জানতাম সেও খুব ঠোঁটকাটা, জেদী
তবু আশা পুষে রাখা স্বপ্ন কয়েদী
তার কাছে প্রেম মানে দৃশ্য প্রবাহ
স্মৃতি জুড়ে অপলক যাখুশি যাহোক
অথচ গুজব ছিল চোখের পিপাসা
কেউ তো এবং বলে যন্ত্রণা ঠাসা
তার চোখে নিশানাতে মিইয়েছে ঠক
বিশ্বাস মুখে রাখি ঠোঁটে হেমলক
হ্যাংলা আয়নাগুলো সায় দিতে থাকে
মনের আকুতি মেনে ভালোবাসি তাকে
সে কোনো দুঃখ পেলে আমি নিজে দোষী
কেঁদে কেঁদে হয়ে উঠি মনের বয়সী
গোঙাতে গোঙাতে ফের তাকেই তো ডাকি
কিছু আসে অবয়ব কিছুটা পোশাকি
তার সে চুমুক ছিল রক্তেতে মিশে
আমার তো যথারীতি ফিরে যাওয়া নিষেধ
পুনরায় বেঁচে ওঠা ভালোবাসা বিষে ।
Darun
উত্তরমুছুন