চন্দ্রিমা প্রেম
মনে লাগামছাড়া ভালোবাসার গতি-
মেলেছে অনন্ত অম্বরে রঙিন পাখনা,
ধুকপুক ধুকপুক দ্রুততম হৎস্পন্দন-
আজ আর সে কোথাও বাঁধা পড়ে না-
মানেনা কারো কোন অনুশাসনের বন্ধন-
হয়তোবা সুখের সন্ধানে কোন ঠিকানায় ?
এ মন খুঁজে পায়-খুশির খুশবু সোহাগি রেণু -
সারা অঙ্গে প্রাণ ভরে-মেখে নিতে চায়,
হিয়ার আবেশে গীত সুরের গুঞ্জরণ,
তারই মাঝে উঁকি মারে চুপিচুপি মান অভিমানে মাখানো খুনসুটি
ও রূপে বিভোর তবুও আঁখি দুটি,
উতলা- দুরন্ত, ভরা যৌবনের ঢেউয়ে
নিমজ্জমান, এক মোহনিয়া চন্দ্রিমা প্রেমে।
ভালোবাসার বাকি কথা,সযত্নে আছে রাখা
স্বপ্নময় অন্তরের মোড়া নীল খামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much