নিস্তেজ
উঠোনের শিউলি গাছটায় রুক্ষতা ভর করেছে
গুমসুম ঘরে জীবনের বর্ণপরিচয় আগুনে ঝলসায়,
প্রিয় কুলিক নদী সেও কোমলতা হারিয়ে
ঘন কমলা রং ধারণ করেছে,
দুচোখে বন্যা নিয়ে সন্ধ্যা নেমে আসে।
উইপোকায় কাটা জীবনগুলো কেমন
ঘ্যান ঘ্যান প্যান প্যান করে চলছে,
ভাত ফোটার গন্ধও ওদের মনকে আর নাড়া দিয়ে যায় না,
সূর্যের বুক ওমহীন নিস্তেজ
আবেশী নরম ঠোঁট জোড়া এখন খরখরে,
তাতে বসন্তের আবেদন নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much