২৭ ফেব্রুয়ারী ২০২১

মোহাঃ হাসানুজ্জামান




দহন বেলা


আমার স্বপ্নটা অনাকাঙ্খিত

যেন চোরাবালির জালে আবদ্ধ,

তবুও শিহরিত নয় আমার হৃদয়

জানি সব স্বপ্নয় বড় মায়াময়।


মনের মাঝে বৃস্টিস্নাত সুশীল গগন

নিদ্রাবিহীন নিশীথে যদি হয় তার আগমন,

অবসাদ গ্রস্থ আমি আছি প্রতীক্ষায়

আঁধারে ডুবেছি সদা মন নিয়ে ঠাঁই।


আমার আনুভূতিতে উষ্ণ আয়োজন

তাত্বিক প্রেমে যেন ভাতৃত্বের উদয়ন,

আকাঙ্খা করে যেন আত্মচিৎকার

নিঃস্ব স্বপ্ন আমার করে হা হা কার।


হৃদয়ের গহীনের আকাঙ্খা হবে কি ধুলিস্মাৎ ?

নাকি হবো আমি সগৌরবে অগ্রসর,

প্রতীক্ষায় স্বপ্নের মালা বুনছি আজো

আকাঙ্খিত সব আশা কি থাকবে অধরাই ?


পরিবর্তিত হবে কি আমার ভগ্ন হৃদয়

পারব কি আমি এ সংগ্রাম করতে জয় ?

আছে মনে যদিও দৃঢ় বিশ্বাস

হবে নিশ্চিত নতুন সূর্য উদয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much