স্বপ্নকথা
কি কথা বলবো বলবো করে আর তা হলো না বলা,
হঠাৎ করেই কেন যেন এলোমেলো হয়ে গেলো তা।
সকালের আলোতে মনটা অনেক স্বপ্ন দেখেছিলো,
দুপুরের রোদের তেজে ম্রিয়মান হয়ে স্বপ্ন হারালো।
বিকেলে ঐ স্বপ্নটি মনের কোনায় জড় হলো সহসা,
জানিনা রাতের অাঁধারে সেই স্বপ্নটি পালাবে কোথা!
নিশ্চিৎ তবে স্বপ্ন জাগে স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন ফিরে আসে,
এটাও জানি স্বপ্ন একদিন বাস্তবে রুপ নেবেই নেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much