হাঁটা
সময়ের মত নিয়ম মেনে,
সেকেন্ড, মিনিট, ঘন্টা ধরে,
জীবনকে নিয়ে পারিনি এগোতে,
চলেই চলেছি নিজের গতিতে।
পথে জল,মাটি,কাদা,
এসবের মধ্যেই তো হাঁটা।
হয়তো বা ঠিক,কিংবা বেঠিক,
জীবনটাই যে সাদামাটা।
পূর্ণিমার জ্যোৎস্না রাতে,
হেঁটে হয়েছি আত্মহারা।
অমাবস্যার ঘন নিশিতে,
কেবলই যে পথহারা।
ধরার মৃদুমন্দ বাতাস,
ছড়িয়ে দিয়ে নিজের সুবাস,
এগিয়ে যেতে সাহায্য করে,
সুদূর পথ হাঁটার তরে।
জন্মলগ্ন থেকে সবাই আমরা,
কেবলই হেঁটে চলেছি,
জীবনের সীমানা পেরোলেই জানব,
হাঁটা শেষ করেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much