আঘাত
জানো, একবার ফুলের কাছে গেলাম
ভালোবাসার জন্য!
ফিরিয়ে দিয়ে বললো- মৌমাছির জন্য জমিয়ে রেখেছি ভালোবাসা
তোমায় দিতে অপারগ আমি।
একবার নদীর কাছে গেলাম
বললাম, হবে কি একটু ভালোবাসা?
নদী বললো- সে তো সমুদ্রের জন্য নির্ধারিত, তোমায় দেবো কী করে?
পাহাড়ের কাছে গেলাম।
বললাম, এক চিমটি ভালোবাসা দেবে আমায়?
পাহাড় বললো- বুকে আছে ঝর্ণা
তোমাকে কী করে দিই বলো তো?
আকাশের কাছে গেলাম।
আকাশ বললো- মেঘের কাছে দিয়ে রেখেছি মন।
বৃক্ষের কাছে গেলাম।
করজোরে বললাম ভালোবাসা দাও,
বৃক্ষ ভালোবাসা দিলো।
কিন্তু ভালোবাসার সমীকরণ মেলাতে পারলাম না!
পাথরের কাছে যখন ভালোবাসা চাইলাম,
পাথর বললো- ভালোবাসা নেই
আঘাত আছে, নেবে?
তাহলে ভালোবাসা দেবে ক?
উত্তরমুছুনকেউ না।
উত্তরমুছুন