স্বপ্নসিঁড়ি
আকাশ একই জায়গায় চিরস্তির চিরদিন,
শব্দচয়ন সারা আকাশ জুড়ে,
সিঁড়ি দিয়ে ওঠাই ভালো,
তাতে পড়ার ভয় থাকে না,
ওটাই হোক স্বপ্ন,
কে যেন বলে কবিতা লিখুন,
কবিতা, এতে প্রাণ আছে,
আছে আনন্দ, লিফ্ট এ নাই বা উঠলেন,
ধীরে ধীরে ধীরে, দেখবেন
দেওয়ালির শুভেচ্ছা আসছে সুখতারা থেকে মুক্তির আনন্দে ভেসে যান, কেউ দেবে না বাধা,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much