১৫ নভেম্বর ২০২০

অন্তরা দাঁ


আহত ভাস্কর্য 


যদি প্রেম মরে যায় 

নুন-তেল জারিত যাপনে 

ইলেক্ট্রিক বিল আর রেশনের লাইনে 

দু'হাতে ঠেলে সরিয়ে রাখছি প্রাণপণ 


ব্যথা নিরাময়ে আই-ব্রুফেনে'র সন্নিবেশ 

নিভু নিভু আঁচে সেঁকে নিই 

ইচ্ছে'র বাসি রুটি 

ছন্নছাড়া  সংসারে খেলনাবাটি'র আবেশ 


এ'সব নেহাত'ই মনভুলোনো গল্পগাছায় 

নিরাপত্তা ঝেড়েছে লাথি জোর 

সিউডো-বোহেমিয়ানিজমের পাছায় 


জীবন দূর অস্ত 

মৃত শরীরের অধিকারটুকুও 

স্ত্রী'র একচেটিয়া 


প্রেমিকা'র ব্রা-হীন বুকে 

বয়ে বেড়ানো সন্তাপ 

আর মিছিমিছি কথা দেওয়া 

গোপন সে প্রেমিক আজ নিরুদ্দেশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much