অবাধ আকুতি
একবেলা বৃষ্টি হয়ে এসো
আমার পৃথিবীতে।
নয়নে দেবো রংধনু জল।
সিনার জমিতে বুনে দেবো নেশার প্রেম।
অবোধ চাহিদারা
যখন নিঃশব্দে
ভালবাসার সারণীতে
স্বাক্ষরিত।
এসো তোমার সময় নিয়ে।
ঝড়োঝড়ো আবৃতিতে
ধুয়ে দেবো সাগরের নীল।
নিস্ফলা অগ্রহায়ণ
বা সমীচীন সেঁজুতিতে।
অদ্ভুত ইচ্ছেদের
শুভ্রতার শিরোনামে।
একদিন বর্তমান হয়ে এসো।
এসো আমার এই বিশাল ভালোবাসার গহীন সাগরে!!
এসো তোমার উর্বর শোষন ক্ষমতা নিয়ে
আমার যত প্রেম মাখা আদর নিশেষ করতে।
(অষ্ট্রেলিয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much