চকজন্ম
বোটানি ক্লাস আমার বড় ভালো লাগে, ম্যাম
বুকের ওপর আছড়ে পড়ে নদী
আলগা হয়ে যায় বাঁধ
জলকল্লোলে ভেসে যায় ঠিকানা
একটা প্রলয়োল্লাস পেরিয়ে যেন আরও একটা।
কাঁচা হলুদ রঙা তর্জনী মধ্যমা আর
বৃদ্ধাঙ্গুলের মাঝে একখন্ড সাদা চক
আর আপনি লিখে চলেছেন মেদুর বাতাস।
আচ্ছা, আপনি কি বোঝেন না
বহমান স্রোতের ওপরে তখন আমি কেবলই
আমি কেবলই হালকা হয়ে যাচ্ছি আকাঙ্ক্ষায়?
যদি ডাস্টার পায়, চক পায়
সদ্য পাশ করা মধ্যমা আর তর্জনীময় একখন্ড আয়ু
তবে দ্বিতীয় বর্ষের এই ছাত্রও কেন বদলে নেবে না শরীর
ক্ষয়ে ক্ষয়ে মিশে যাবে না আঙুলে আঙুলে?
বোটানি ক্লাস আমার বড় ভালো লাগে,ম্যাম.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much