১৫ নভেম্বর ২০২০

রেবেকা সুলতানা রেবা



ধৈর্য্য 


জীবনে অনেক ঝড় দেখেছো 

শিখেছো তুমি অনেক কিছু

ঝড়কে নিয়ন্ত্রণ করার 

শক্তি তোমার  নেই।

তোমার   আছে অঢেল ধৈর্য্য 

যার বিনিমরে ঝড় কাটিয়ে

পরবর্তী  পদক্ষেপ নিতে শিখেছো,

ধৈর্য্য  একটি মানসিক শক্তি

একদম নিজস্ব  অন্য কারো নয়,

ওটা  আছে যার সাফল্য তার

 চলমান বিপদে যার আছে ধৈর্য্য 

কঠিন কাজ সহজ হতে 

লাগেনা তো  অসজ্য

প্রাকৃতিক গোপন শক্তি টি 

দেখার জন্য ও লাগে ধৈর্য্য। 

বিশ্বাসের হাত টাও ধরে রাখে ধৈর্য্য, 

চরিত্র  হবে না খুন্য যদি তোমার

সাথে থাকে ধৈর্য্যে র সঙ্গপ্রিয়, 

ধৈর্য্যের সারাদেহে কাঁটায় পরিপূর্ণ 

খাওয়াতে হয় অধিক মিষ্টন্য।

ধৈর্য্যেতে তুমি সয়ং সম্পুর্ন 

 সব কিছুতে তোমার পূর্নতা 

সাফল্য অনিবার্য।


(যুক্ত রাজ্য )

1 টি মন্তব্য:

thank you so much