১৫ নভেম্বর ২০২০

পরাণ মাঝি




মধুমাস 


আমার একলা ঘরে আসলে তুই 

বল না কেমন ক'রে তোকে  ছুঁই 


ও কোকিলা কেন এত ডাকিস 

খোলা বুকে কী যে সুর তুলিস 

                                                  ধক ধক ধক 


মনখরাপী ভোরে এত কেন 

                                এত কেন মন ধুকপুক.


কার কথা শুনে কোথায় চলে যাস 

তুই কী জানিস ? তুই আমার নির্জনের মধুমাস 


আমার একলা ঘরে আসলে তুই

বল না কেমন কোরে তোকে ছুঁই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much