দীপান্বিতা
ব্যলকনি গুলো রঙিন হয়েছে
এক থেকে বহু তলে,
শ্যাওলা ধরা ছাদের কার্নিশ
আজ আলো ঝলমলে।
ইতিহাস ও যে কথা বলে ওঠে
প্রাসাদ কেল্লার সাথে,
প্রাচীন মন্দির নজর কাড়ে
ক্লাবের পাশের মাঠে।
চেনা রাস্তা, গলি গুলো সব
অচেনা অজানা লাগে,
নিজের পাড়া মনে হয় যেন
আসিনি কখনো আগে।
হিন্দি বাংলা গানের সাথে
বাজছে ঢাক ও কাসর,
রঙিন জলের ফোয়ারা তুলে
জমছে রাতের আসর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much