১২ এপ্রিল ২০২২

কবি মালা মুখোপাধ্যায় "বসন্তের কোকিল"





বসন্তের কোকিল 
মালা মুখোপাধ্যায়

তোমার ডাকে বুঝি বসন্ত এসে গেছে ?
তুমি একদম ভুল করেও ভোলো না ? 

তোমার ডাককে নকল করে কত ডেকেছি ছোটতে
আমি ডাকলেই তুমি ডাকতে
কি জানি কি ভাবতে ? 

বড় বড় গাছের কোন ডালে বসে ডাকছো খুঁজে চলতাম ঘাড় বেঁকিয়ে মাথা তুলে
দেখতে পেলে কী মজা হতো! 

সেই পাখিটা আবার এসেছে
বসন্ত এসেছে
শীত বর্ষায় কোথায় ছিলে ?
জানবার জো নেই
দু'বার নড়ে চড়ে বুঝিয়ে দেয় এসেছি
ডাকছি এই ঢের,অত খোঁজ নিও না বাপু
তোমরা শুধু আমার মিঠে গলার ডাক শুনে যাও। 

জানি তো তোমাকে
চিনিও তোমাকে
মাঝে মাঝে একটু আধটু কাছে
থেকে দেখেছি তো
বেশ চমকদার
তুমি যখন কাকের বাসায়
ডিম পাড়তে 
কৌশলটি ভারি মজার
পুরুষ কোকিল
কাককে রাগিয়ে বাসা থেকে
বার করে নিয়ে যায়
আর তুমি এসে ডিম পেড়ে যাও। 

প্রকৃতির কী নির্মম পরিহাস !
তোমার নামেই পড়ে বদনাম। 

হবে নাইবা কেন ?
অতি চালাকির গলায় দড়ি
পারো না একটা নিজের বাসা বানাতে ? 

খুব দুষ্টু
আমার কথায় কান না দিয়ে
একরকম পাত্তা না দিয়ে
ডেকেই চলেছো যে,
আর হয়েছে কি জানো ?
আমার নিজের লাগানো
ছোট আম গাছের ডালে
তোমাকে সেদিন ডাকতে
দেখেছি
খুব কাছ থেকে
দু'চোখ ভরে আমি
তোমাকে শুধু দেখেছি।

২টি মন্তব্য:

  1. মালা মুখোপাধ্যায় একজন দুর্দান্ত লেখিকা, কবি এবং সাহিত্যিক। ওনার অনেক বই প্রকাশিত হয়েছে তার মধ্যে "অশান্ত কার্গিল" অনেক জনপ্রিয় উপন্যাস l বসন্তের কোকিল কবিতাটি মনমুগ্ধকর। এইরকম ভাবে দুর্বার গতিতে লেখা চালিয়ে যাও বোন।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

thank you so much