১২ এপ্রিল ২০২২

কবি মোঃ শাহিনূর রহমান শাহীন এর কবিতা "আমি সৃষ্টির স্রষ্টা"




আমি সৃষ্টির স্রষ্টা
মোঃ শাহিনূর রহমান শাহীন 

আমি মৃত্যু -আমি জীবন দাতা,
আমি মূল -আমি সবার পিতা ? 
তোমরা সবাই আমার সন্তান, 
তোমাদের জন্যে আমার প্রেমের অনুভব -
তোমরা করেছ কী সত্যের সন্ধান ? 
আদম কে আমি করেছি সৃষ্টি, 
দিয়েছি জ্ঞান বিজ্ঞান সভ্যতা কৃষ্টি ! 
কত শিল্প - বিকল্প কত কী, 
এত পেয়ে আদম অবাধ্য - বন্য 
আমাকে দিতে চায় ধোঁকা ফাঁকি ? 
আমি সবার মাঝে - জীবন হয়ে, 
ক্কলবে বন্ধু কে সাথে নিয়ে ! 
প্রেমে বিভোর হয়ে - খেলি খেলা, 
আমি সত্য জাত আমি ছিফাত
বলো " লা ইলাহা ইল্লাল্লা! 
আমি সৃষ্টি করি আমি স্রষ্টা, 
আমি নতুন জীবনের স্বপ্ন ভ্রষ্টা! 
স্বীকার করো বা অস্বীকার, 
আমি জীবন মৃত্যু হয়ে -
দেহে জীবন্ত আছি সবার ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much