১২ এপ্রিল ২০২২

কবি শরিফুর রহমান এর কবিতা "শরিফুর রহমান"




প্রয়োজন 
শরিফুর রহমান 

সত্যি বলছি; আমার চেয়ে
আমার প্রয়োজন গুলো তোমাকে
বড্ড ভালোবাসে।
তাঁরা তোমাকে আদর করে; বুকে টানে,
দু-হাত দিয়ে হৃদয় ছানে,
একটুখানি আড়াল হলে তুমি
অস্থির-চোখে জল আসে, 
ওঁরা... ওঁরা তোমাকে বড্ড ভালোবাসে।

আর; বাসবেই না কেন... বলো ?
আমার বুকের পাঁজরভাঙা
কষ্ট-পাথরগুলো-
ছড়ানো ছিটানো দুঃখগুলো-
না পাওয়ার শত-বেদনাগুলো-
কেমন করে বুকে তুলে আলতো ঝেড়ে 
গুছিয়ে রাখো নিপুণ ভাবে-
মিষ্টি হেসে যতন করে তোমার পাশে,
তাই তো ওঁরা তোমাকে; বড্ড ভালোবাসে।

প্রয়োজন গুলো আমার-
বৃত্তের মতো সাজিয়ে রেখেছে আমাকে, 
আমাকে ঘিরেই তো ওঁরা-
ওঁদের মাঝেই আমি।
তাহলে কি এই আমি টাই সবচেয়ে বেশি  
তোমাকে ভালোবাসি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much