১৮ মার্চ ২০২২

কবি বকুল  আশরাফ এর কবিতা





যদি ভালোবাসো 
বকুল  আশরাফ

অপেক্ষায় থাকো বলেই তো ফোনটা ধরো,
আমি তো অপেক্ষায় জড়োসড়ো জুবুথুবু
কাঁথার ভেতর লুকাতে গিয়ে ভিন্নতরো
যেমন লুসাই পাহাড় লুকায় কিছু ঝর্না জল
যে জল বাধাহীন অকুতোভয় ছুটে চলে
মিশে যায় আরো কঠিন কোমল জলে
যেখানে সাগর আর নুনের ঢেউহীন লড়াই,
এ কেমন প্রেমের বড়াই বারবার ধেয়ে আসে
আর মিশে থাকে দুজনার চারপাশে।
ওরা কি সত্যি ভালোবাসে নিমের ডাল!
আয়ুর্বেদ জঞ্জাল যতো আবেগহীন করুণা
আমরা সুনীল-বরুনা যে তিন যুগ অভিমানে
তিনটি বরষ একসাথে কত আয়োজনে
এখন অধিক ভুল করি ! আসলে কি গড়ি !
নাকি নিজেকে ভাঙ্গি আর পোড়াই
শুধু জানি পোড়ালেই ধাতব আর মাটি
শর্তহীনভাবে শংকর নয় হয়ে উঠে খাঁটি
তাইতো ভালবাসার পথ ধরে এখনো পথ হাঁটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much