স্মৃতির হরিণ
জাহানারা বুলা
আমাদের প্রয়োজন অতিক্রান্ত সেই কবেই
যোগাযোগ অর্থহীন এখন
আমরা ভালো আছি, ভালোই থাকা উচিৎ।
মৃত্তিকা রুক্ষ হয় না কেবল আষাঢ়ের বৃষ্টি বিহীন
পদ্মা-মেঘনা ফুঁসে ওঠে নির্ধারিত সময়ে ওদের
শরৎ জানান দেয় যদিও আকাশের নীলে
কাশবন থাকে না সবার চৌহদ্দিতে।
পথের ধারে ঘুমিয়ে রাত কাটে যার
তার কাছে পেলব বিছানা অর্থহীন, অচেনা
আমাদের আকাঙ্ক্ষাও আজ স্মৃতির হরিণ।
শুধুই মুগ্ধতা
উত্তরমুছুন