জীবন নামক সহজ খাতায়
শারমিন সুলতানা
চারপাশে এমন অনেক আছে
চরম অভাগা মানুষ,
মৃত্যু ভয় নেইকো তাদের
উড়ায় শুধু ফানুস।
না হয়,"বাবার"চোখের মণি
হয় যে অভিশপ্ত,
বোনের দুঃখেও কাঁদেনা মন
হয় বিরক্তের পাত্র।
ভাইয়ের কষ্টের রাখে না খবর
জ্ঞান দিতে সদা ব্যস্ত,
সত্যনিষ্ঠ তারাই কেবল
সবাই তাদের অধীনস্থ।
টাকার পেছনে ছুটতে গিয়ে
হয়নাতো আচরণ সদয়,
ইবাদতেও ঢের ফাঁকিবাজি
কঠিন হয় যে হৃদয়।
"মা" থেকেও মধুর ডাকটি
ডাকতে জানে না যেই জন,
সব থেকেও ভীষণ গরিব
বোঝেনা তাদের অবুজ মন।
এমন সুখী নাই-বা হোক
এই জগতের কেউ,
জীবন নামের সহজ খাতায়
থাকে সন্তান বউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much