আয়নায় অন্যমুখ
সফিক ইসলাম
প্রতিদিন আকাশ থেকে খসে পড়া ঝরা পালক কুড়াই, আর জমিয়ে রাখি
একদিন পাখি হয়ে উড়ে যাবো।
একদিন বাতাসের কানে কানে বলে যাবো
এ পৃথিবী আমার জন্যে নয়।
প্রতিদিন অজস্র শিশিরের কণাগুলো চোখের কোণায় জমিয়ে রাখি....
একদিন রাতভর কাঁদবো বলে।
এভাবে নিয়তই ভেঙে ভেঙে টুকরো করি নিজেকে আয়নার কাচের মতো
অথচ প্রতিটি টুকরোতেই আমি আমাকেই দেখি।
নিভৃতে যত্ন করে যারা দুঃখ পোষে
অনিয়ম দেখে দেখে যারা বড় হয়
নিয়ম ভাঙার মিছিলে এই চোখ খুঁজে ফিরে
তাদেরই মুষ্টিবদ্ধ হাত।
আগামীর ভোর কবে হবে বলতে পারো কেউ ?
যে ভোরে ভাঙা আয়নার পারা মুছে স্বচ্ছ কাচ হবে!
প্রতিস্মরিত আলোতে নিজেকে না দেখে
দেখবো অগনতি মানুষের মুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much