০৫ মার্চ ২০২২

কবি নিধি আফরিন এর কবিতা




মানুষের স্বরূপ
নিধি আফরিন

জলেই গর্ভপাত হয়েছিলো ফুলের,
আগুনে ঝলসে গিয়েছিলো গাছ,
পাখিরা অন্য আশ্রয় ভালোবেসে,
উড়ে গেছে বহুদূর... 

শিকারী ভালোবাসে পাখি, পাখি ভালোবাসে গাছ, গাছ ভালোবাসে মানুুষ, মানুষ ভালোবাসে না কিছুই....

সময়ের তারাহুড়োয় মুখস্থ সূত্র ভুল হয়ে জীবনের অঙ্ক মিলে না কখনো, 
মরার পরে উপলব্ধি এসেছিলো আমি জন্মাইনি তখনো....

এভাবেই বর্ণ গুলো সেজে থাকে একাধিক প্রয়োজনে,
মানুষ মূলত কাঠ অক্সিজেন তা জানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much