০৫ মার্চ ২০২২

কবি দেবব্রত সরকারের কবিতা



কেনো অন্ধকার হই
দেবব্রত সরকার 


শব্দরা উঠেছিল নাট্যচর্চার সাথে দেখা করতে
আমি মঞ্চের এক কোনে দাঁড়িয়ে আছি
হঠাৎই নিখোঁজ পৃথিবীর আলো 
সিটে বসা দর্শক চিৎকার করে উঠল 
একি হলো তাহলে কি পৃথিবীতে আর আলো আসবে না কোন দিন ।
প্রশ্ন থেকে গেল একা মঞ্চের মধ্যিখানে।
নীরব প্রার্থনা করছি আমি তোমাকে ভালোবাসি বলে
ভাবছি কোথায় আছো 
ঠিক আছো তো 
এই নিখোঁজ পৃথিবীর আলো তাকে স্পর্শ করেনিতো 
চেয়ে দেখি অন্ধকার
প্রেম নেমে এলো 
ডোরাকাটা আমি
আলো আলো আলোচনা
শুনতে শুনতে 
আমি ধীরে ধীরে ধীরে ধীরে 
অন্ধকার হয়ে গেলাম ।

1 টি মন্তব্য:

  1. সত্যিই মন ছুঁয়ে যাওয়া কবিতার মধ্যে একখানি , ধন্যবাদ কবিকে

    উত্তরমুছুন

thank you so much