২৬ মার্চ ২০২২

কবি সেলিম সেখ এর কবিতা ""বদেহ





শবদেহ
সেলিম সেখ

বাতাসে মিশে গেছে
পোড়া লাশের গন্ধ,
বুদ্ধিজীবীরা চুপ কেনো
হয়েছে কি তারা অন্ধ?

চারিদিকে খুনোখুনির রাজ 
চলছে বাংলার বুকে,
শান্তির এই বাংলায়
অশান্তি গেছে ঢুকে।

বাংলার মানুষ দেখল
অগ্নিদগ্ধ কত শব,
চোখেতে অশ্রু মোর
জমেছে অনেক ক্ষোভ।

ঘৃণ্য রাজনীতির বলি
তরতাজা কত প্রাণ,
এমন দৃশ্য দেখল দেশ
থাকল কি রাজ্যের মান।

রাজনীতির করালগ্রাস
আনছে ডেকে মরণ,
একে অন্যের নিচ্ছে প্রাণ
এটাই কি রাজনীতি ধরন? 

কত যন্ত্রণায় গিয়েছে প্রাণ
ভাবলে কষ্ট হয়,
করছে যারা এমন কাজ
তারা কি মানুষ নয়!

মানব হয়ে মানব হত্যা
কত যে ঘৃণ্য কাজ,
বুঝলে এমন পাপে 
লিপ্ত হত না আজ। 

রাজনীতি হোক শান্তি প্রিয়
ঝরুক শান্তিধারা, 
জাগ্রত হোক মানবপ্রেম
কেউ যাবেনা মারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much