অথচ রৌদ্রের ঘ্রাণ
আমিনা তাবাসসুম
খুবলে খুবলে স্বপ্ন খাও তুমি
বাতাসের চিৎকার
ফুলের চিৎকার
হরিণীর চিৎকার
আগুনের আঁচে চেটেপুটে রোদ শুষে রোজ
এখানে রূপের রহস্য রাঙা কই মাছ
এবং সমস্ত পৃথিবীর প্রাণে
সেসবের ঘ্রাণ লেগে থাকে
রাত কেঁদে ওঠলে ঈশ্বর ভুলে যান
ইরা এবং ইরকের কথা
তখনও আমার চোখে অশ্রু থাকে
আর এখনও সেসব
মিশে আছে চোখের চুমুকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much