ইলাময় প্রমের ডায়েরি থেকে
ইকবাল বাহার সুহেল
( ইংল্যান্ড )
‘চন্দ্র কথা’ কি জানি
হঠাৎই কাল রাতে জানি না
কেনো নিজের ছায়া পড়লো চাঁদের উপর
বিগলিত তুমি রাতের গভীরে আমন্ত্রণ জানালে
‘চন্দ্র কথা’ তোমার জোস্না পাণে কেনো জানি ,জানি না
‘শরাবী হলাম’ বললে পাণিগ্রহণ করে যেনও হাত রাখি বুকে
জড়িয়ে গেলে মাতাল করে চুষে চুষে ভালোবাসায় ভরিয়ে দিলে ,
‘চন্দ্র কথা’ নদীতে জল ছিল অনেক তবুও আবদার করলে জল ঢেলে ভরিয়ে দিতে
তাই হলো ঝরণার জল নদীতে মিশে কখন যে সাগরে মিশে গেলো বলতে পারি না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much