২৬ মার্চ ২০২২

কবি মোঃ ইসমাঈল এর কবিতা "মা"




মা 
মোঃ ইসমাঈল 

মা শব্দটির মধ্যে জড়িয়ে আছে পৃথিবীর সকল সুখ
জীবনের সকল ঝড় -ঝামেলা যায় যে ভুলে দেখলে মায়ের মুখ। 
মা মানেই সন্তানদের জন্য বিশাল এক বটবৃক্ষ যেখানে আছে প্রশান্তির ছায়া, 
মায়ের কোলে মাথা রেখে ঘুমালে চলে যায় সারাদিনের ক্লান্তি। 

মা মানেই নতুন স্বপ্নের আশা
বিধাতার কি বন্ধন মা-সন্তানের ভালোবাসা।
যে সম্পর্কে নেই কোনো চাওয়া- পাওয়া। 


দশ মাস আর দশ দিন কতনা কষ্ট সহ্য করে রেখেছিলেন গর্ভে,
কি আছে প্রাপ্তি আর কি আছে অর্জন, এত বেদনা সহ্য করার ? 
প্রাপ্তি যে শুধুই ঐ টুকু সন্তানের মুখ থেকে ডাকটা শোনার। 

কতনা কষ্টে লালন করে বড় করে সন্তানদের
জীবনকে উৎসর্গ করে দেন সন্তানদের জন্য নিজেদের।
নিজে সয়ে যান সকল বেদনা, লাঞ্চনা, দুঃখ, কষ্ট সন্তানদের জন্য
সন্তানের কিছু হলে হোন দিশেহারা। 

নিজে না খেয়ে খাওয়ায় সন্তানদের
সকল প্রতিকূলতা পেরিয়ে গড়ে তুলেন সুন্দর জীবন আমাদের।
মা প্রত্যেক সন্তানের কাছেই মহান
মায়েদের দোয়ায় প্রত্যেক সন্তান মহীতে আজ মহীয়ান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much