ভালবাসি
নাসিমা মিশু
ভালবাসি-
তোমার তুমির তুমিকে।
ভালবাসি-
তব না দেখা বিস্মৃতির অতলের তলে
ডুবে থাকা তোমাকে দেখব বলে ।
ভালোবাসি-
তব জীবন ধারায় অন্য সুরের মূর্ছনা এসে
সুখ সুধায় তোমাকে জড়িয়ে নিবে তাতে নয়ন
জুড়িয়ে নিব বলে ।
ভালোবাসি-
তোমার তুমিকে নিয়ে দারাপরিবার সহ সুখ বাসরে
স্থুত তা দেখে তৃপ্ত হবো বলে ।
ভালোবাসি-
তব সকল আনন্দ ধারায় আনন্দে তুষ্ট হবো বলে ।
ভালোবাসি-
তব জীবনীশক্তিতে উজ্জীবিত হয়ে পৃথিবী আলোকিত
হবে তার দিপ্তী দেখব বলে ।
ভালোবাসি-
তোমার তুমি তোমরা সুখী গৃহবাসী তার বিচ্ছুরিত বিকশিত বিকিরণ দেখব বলে।
ভালোবাসি-
তব ভালো লাগায় ভালোবাসাসম মানস সৌন্দর্যের
পরিপূর্ণতার পরিস্ফুটন দেখব বলে ।
ভালোবাসি-
তব অন্ত গহীন হৃদয়ের অব্যক্ত যে আবেগ তার দরদী
গভীরতায় কতটা গভীর তা অনুভব করব বলে ।
ভালোবাসি-
তব দেখার যে মমতা মাখা দৃষ্টি আমার তাতে শুধু
ভালোবাসার অনুভবই অনুভূত হবে বলে ।
এ নয় বাড়াবাড়ি,
এ পরিশুদ্ধ পরিচ্ছন্ন স্বচ্ছ এক আবেগ ।
এক অস্তগামী অদৃশ্য মানবের আকুতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much