বিরহ কুহক
নাসিমা মিশু
আবাস হীন দ্বার আমার
মাটির বিছানা উন্মুক্ত প্রান্তর
তোমায় সাধিব সাধ্য কী আমার
হিম হিম শীতল সমীর আমায় ছুঁয়ে যায়
খুব সাধ মাটিতে মিশে যাওয়া আমার দেহ
নয়ন জ্যোতি হারাবার ক্ষণ তোমায় দেখে দেখে হারায়
বড্ড ভালোবাসি তোমায় হে প্রিয় বিরহ বড্ড ভালোবাসি !
কে কারে মোরা কতটা করেছি জ্বালাতন
কত নিশিযাপন ঘুম হীন অপাত্রে করেছি দান
তোমাতে আমাতে নিঃশব্দ অব্যক্ত রোদন আর নয়
নয় দূর অচলের সমতা খোঁজা
একই বৃন্ত একই সুর তুমি আমি আপনজনা
নহি দূর নহি একা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much