২২ মার্চ ২০২২

কবি মিতা নূর এর কবিতা




কেউ ডাকবে না 
 মিতা নূর 

অলস দুপুর আমার মুক্তির পথ খুঁজে 
নিরুপায় জীবন আমার একাকীত্বে গুমরে কাঁদে, 
এইযে উঠোন ভর্তি জ্বলন্ত রোদ,
 বুকের চাপা কান্নার অদৃশ্য প্রাচীর। 
পাশেই একটুকরো বারান্দা,
এই  ইট-পাথরের রাজ্যে চাপা পড়ে আছে।
কতো অভিমান,  অপূর্ণ চাওয়া!
অভিযোগ গুলোও  চোখের নালিশে ক্ষয় হতে-হতে,
শুকনো কংক্রিটে আজ  আবদ্ধ!
বুকের গভীরে একটু একটু করে জমিয়ে রাখা কষ্ট গুলো আকাশ ছুঁয়েছে,
তারই কিছু দুঃখ তোমাদের কাছে রেখে!
আজ নীরবে চলে যাচ্ছি কোনো অজানায়, একা।
জানি, অভিমান ভাঙা ছলে কেউ ডাকবে না। 
আর- মিথ্যে আশা করিও না !! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much