দেবীর তরফ থেকে
মেঘেদের কোনো নাওয়া-খাওয়া নেই
শুধু ভেসে যায় কালশিটে অভিজ্ঞতা নিয়ে
টুটুল তুমি বেঁচে থাকতে পারে
আঠালো লালারস কীভাবে রেইড দিয়ে
যায়, একটি অকৃপণ ন্যাড়া পেটে
তা শুধু জানে রূপালি পক্ষেরা
তুমি ওর সাথে কালের মতো জড়িয়ে থাকলে না কেন ?
আমিও মেঘ হব, চিন্তা মুক্ত সেই মেঘ
যে বিদ্যুৎ বুকে জড়িয়ে ঝরে পড়তে জানে
বিপরীতে হাই রেটিংযুক্ত রোমান্টিক গান
ভিজুক টালির ঘরগুলো
ট্রামলাইনের ধার ধরে হেটে যাওয়া
দুটো মানুষের মাঝে ঝরব নগ্ন-মৌলিক হয়ে
গণতান্ত্রিক ট্রুটি-ফ্রুটি আইসক্রিম বুঝুক ঠোটের গৌণ ভাটা
অচেনা ঠিকানায় ফানুস খুঁজছে
হাত ।
এ এক অনবদ্য সৃষ্টি । শুধু একটা সুযোগে ছাপ রেখে যাবার মতো কবিতার বাঁধন ।
উত্তরমুছুন