ভাষার জন্য
বিধানেন্দু পুরকাইত
একটা ভাষা মানানসই
জন্মক্ষণে পাওয়া
বুকের ভেতর হাপর চলে
জাপটে ধরে মায়া।
জীবন গেল যাদের - তাদের
যেখানে হোক বাড়ি
বাংলা ভাষা বিশ্বজনীন
একুশে ফেব্রুয়ারি।
রক্ত গেল বুকের থেকে
হিন্দু বা মুসলিম
বাঙালীরা শহীদ হলো
সেটাই বড় ঋণ।
কাঁটাতারের নকল বেড়া
মানছে না আবেগ
ভাষা দিবস তোমার আমার
পবিত্র সন্দশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much