আমারও গল্প আছে
ইকবাল বাহার সুহেল
( ইংল্যান্ড )
কোলাহলে ভরপুর জোস্না ভরা হাত
একদম ফাঁকা , শূন্যতায় ভরা এই রাত
এভাবে দেখব ভাবিনি। যেন অনন্তকাল ওরা স্থির হয়ে আছে। এই ছবিটার মতো ছুঁয়ে দেওয়া সাথ
স্বপ্নলোক থেকে নিচে নেমে এলে যখন
শরীর হিম করা বাতাস উপভোগ করতে থাকলাম হয়তো খানিকের স্বস্তির জন্য ! হয়তো এটাই ছিল প্রতিবাদ
লেপটে আছে সামান্য একটু গ্লানি,
সঙ্গে একটু অগৌরব ! মনের স্বেচ্ছাপ্রত্যাহার
এত সুন্দর নিখুঁত মায়াবী নীলয়
নীরব মুখটা হঠাৎই শহর থেকে হারিয়ে গেলো ! মনে হলো
পুরো শহরটাই বছরের পর বছর ঝিম মেরে আছে ! ল্যাম্প পোষ্টের বাতি গুলো নিভে গেলো
শীতে শীত এল না, বর্ষায় বৃষ্টিও ! আকাশ ঠোঁট উল্টে থাকলো দিনের পর দিন ; নদীও শুকিয়ে গেলো ! দুটি পাড় এক হতে পারলো না কোন দিন চিরদিনের জন্য আলাদা হয়ে রইলো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much