১৬ ফেব্রুয়ারী ২০২২

কবি জাবেদ আহমেদ এর কবিতা




অনুভব
জাবেদ আহমেদ

হৃদয় ছোঁয়া কিছু ছবিতে
ভক্তি প্রেম আবেগ বিবেক
জড়িয়ে যায়।
অথচ কখনো চায়ের টেবিলে 
বসা হয়নি! 
কিছু ছবি হৃদয় কোণে খুটি 
খড়খুড়ে র নিলয় তৈয়ার করে
যাহা শুধু কল্পনার বুনন মাত্র,
তবুও নিদারুন অনুভূতির লালন বুকে
অনন্য যাতনার পোষ,
আজ বসন্তে বড় ইচ্ছে ইশ ছবিটি বাস্তব হলে
কিছু খুনসুটি হতো আর কি'বা হতো, 
প্রেম হৃদয়ে প্রদীপ ঝলমল করতো,
কাজল ভরা চোখ আদুল চোখে টক্কর হতো।
বিষন্নতার নগরে আনন্দে আগমন হতো হলুদ লালে বসন্তী হাওয়া বয়তো। ইশ্

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much