সব শেষের শেষে উপরাম্ভ থাকে না
সুচিতা সরকার
সব শেষের শেষে উপরাম্ভ থাকে না।
গাঢ় নীল আকাশের নীচে শুয়ে থাকা
হলুদ বালিয়াড়িতে রাতে যখন শীত নামে,
চাঁদের আলো তাকে উষ্ণতা দিতে পারে না।
সব আলোক উৎস জীবনদায়ী হয় না।
কিছু আলো শুধুই স্বপ্ন দেখায়।
স্বপ্নালু চোখে পোকারা একসময় মৃত্যু পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much