০৯ জানুয়ারী ২০২২

কবি আলমগীর হোসাইন এর কবিতা




সুখের বিদায়
আলমগীর হোসাইন

লাল বেনারসি শাড়ি পরিয়ে বিদায় দিতে পারিনি
সাদামাটা গোলাপ পাপড়ির মেহেদী সন্ধ্যায়
মন না চাহিতেই রঙ্গ উল্লাসে সাজিয়ে দিলাম
সুখ সম্বৃদ্ধি কল্যাণের পথে বাবার গৃহ ত্যাগে
নতুন জীবনে নব সাথী লয়ে স্বামী গৃহে যেতে দিলাম।
 
বিদায় ক্ষণ আখি যুগল নোনা জলে ছলছল
তালাবদ্ধ খেলনাগুলো শো কেইস এ সাজানো আজো
ধুলোর আস্তরণে ঝাপসা লাগে অতীত স্মৃতির বহু কিছু
তোমার বিদায়ে খালিলাগে মায়ের ঘরের অনেক কিছুই
স্বপনে এসে কি যেন বললে বুঝতে পারিনি মাগো
বহু চেষ্টা করেও  স্বপনের কথা স্মরণে আসেনি আদৌ
সুখের পরশে স্বর্ণালী সময়ে পদার্পন যুগল প্রেমী মন
মোর অনাগত সময়ের বিসর্জনে সুখ কামনা তোমার।

কতো কথা মনে পড়ে ক্ষণ সময়ে মোর 
সুখ বিলাসে রঙ্গিন স্বপ্নে সাজাও তোমার ঘর
ছোট্ট বেলার পুতুল খেলার সেই মাটির পুতুল
তোমার বিদায়ে ভেঙে গেলো আঠারো বছর পর।

মোর জীবনের স্বপ্ন স্বাধ তোমাকে ঘিরে মাগো
পুতুল খেলারচ্ছলে তোমায় শাসন করেছি যতোই
বিদায় লগ্নের নোনা জলে ধুয়ে মুছে দিও সব
মা মনি আমার লক্ষিবতী সুখে থেকো জীবন ভর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much