গেরুয়া আলোর পথে
রুকসানা রহমান
কেন যে শূ্ন্যতায় কষ্টের নীবর বেদনায় ঘুরেফিরে
সেই তুমি ভেসে ওঠো আমার সমুদ্রের অতলতায়
আধাঁর দৃষ্টিতে স্বপ্ন এসে ভীড় করে
জলজ জানালায়।
বসে আছি একোন দিগন্ত ছেড়ে কোন দিগন্তে
ভেঙ্গে গেছে যার প্রনয়ের দ্ধার অনন্ত প্রতিক্ষায়
নিশুতি রাতের বাহুডোর ।
আমার ঘরে রাত নামে,যেন খড়রৌদ্রের বিরহ পত্রনিয়ে।
খুঁজিকি আজও তবে নিরবে নির্জনে
সেই স্মৃতিময় তোমাকে...
তুমি কি কখনো খোঁজো একা হলে ?
ক্লান্ত অশ্বথের শাখায় মিয়ানো চাঁদের আলোয়
চমকে ওঠা মন শিশির ভেজা চোখ আজও
হাওয়ার দীর্ঘশ্বাস উড়ে,ওড়ে মরুর বাঁকে ঐ-কারাভ্যানে
নিঃশ্বেস হয়ে ও আমি কি দেখেছি তারে
নীল নদের তীরে নিঠুর সেই মুখ!
জীবনের কত যে গল্প পড়ে থাকে বিকেলের
গেরুয়া আলোর পথে।
নিরবে নিশিথে এসেছিলে আশ্চর্য কৌশলে প্রাণের
আকুতি জানিয়ে
সেই তুমি একটু একটু করে মুছে দিলে স্বপ্নের আত্মার পান্নার সব রঙ
যেমন করে মোহের খেলার আর্কষণের ভালোবাসা শেষ হলে পাশ কেটে চলে যায় নীরদ তীর্থস্নানে
হৃদয় রেখায় নিরব বিষের শিবিরে কোকিল
পালক ছড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much