কষ্ট কড়চা
বদরুল আলম
কোনহানে তোমার ঘর
কোন ইস্টিশানের লগে ?
যেইহানে হিজলের নাল
ফুল তরতাজা হইয়্যা ফোটে,
যেইহানে বটের পাতার আবডালে
কোকিলের কান্দনের সুর বাজে,
যেইহানে কালা পানির বিলে
পদ্মফুল ফোটে,সেইহানে হিষ হিষ করে
সাপেরা মাছ খায়,ধানের ডগায়
নাল ফড়িং আর ভ্রমর নাইচ্যা বেড়ায়,
পাখিরা খেলে ডুব সাঁতার ?
আমারে তাড়াতাড়ি কও
গাঙের কোন দিকে যামু আমি?
উত্তরে পাড়ভাঙ্গা ভিষণ রাগ
দক্ষিণে কাল নাগিনীর ফনার মতোন
তালগাছ সমান বড় বড় তুফান।
বুকের মধ্যিহানে কালধুতরার
বিষের মতো জ্বালা,
চোক্ষে নামে ঘোর কালা সন্ধ্যার মতোন
আসমান সমান ঘুম,
তোমারে দেহিবার মনে লয়,
চাইয়া চাইয়া আমার চোক্ষু দুইহান
হইলো ক্ষয়।
আমার সোনার গতরহান জ্বলে
আমার পরানহান জ্বলে,
আহারে ক্ষিধার জ্বালা
তার চে ডাঙ্গর য্যান পিরিতের জ্বালা।
কোনহানে তোমার ঘর
কোন ইস্টিশানের লগে ?
অভিনন্দন বন্ধু
উত্তরমুছুন