২৪ জানুয়ারী ২০২২

কবি তাহমিনা সিদ্দিকা ' র কবিতা





প্রেম বিভ্রাট
তাহমিনা সিদ্দিকা

শব্দের হাটে অপূর্ব তুমি,
দু'চোখের বিভ্রাট হয়তো 
ভুল ছিল আমার।
চাঁদকে ভেবেছি আমার দেবতা,
কিন্তু উপমার সব শব্দ অভিধান শূন্য।
আকাশ গগনে দেখি প্রিয়তমার মুখ,ভাবনার তরীতে বড় অদ্ভূত।
শব্দ বিশেষণে ধৃষ্ঠতা আমার,
কবিতার খাতা আজ যেন সব ফাকা।
অদ্ভূত সুন্দর ঐ দুটি চোখ,বাহুলতায় পেলবতা মধু মাখা মুখ।
ঝিরি ঝিরি বাতাস অপূর্ব দুলুনি,শব্দ বিভ্রাট আজ সব কবিতার খাতা।
চঞ্চলতায় অগ্নি পুরুষ,
ভিরু ভিরু মনে যেন জ্বলে কামনার আগুন। 
অসহনীয় করে রাত্রি দিন,
কালপুরুষ সে। 
চোখে প্রেম তার প্রেম,
অপূর্ব আহবানে সে আমায় ডাকে
বারে বারে।
শব্দ হাটে সব শব্দ বিভ্রাট, 
যেন কবিতার সব উপমার আকাল,
আশার রথে কবিতা আজ সব
ফাকা।
প্রেম খোঁজে শব্দের হাটে,
প্রেম বিভ্রাটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much