২৪ জানুয়ারী ২০২২

কবি নীলাঞ্জন কুমার এর কবিতা




অভাব 

নীলাঞ্জন কুমার 

অভাবের ভেতর থেকে যদি 
জমে ওঠে হতাশা 
তবে নিঃস্ব হওয়ার চিত্রকলা 
চোখের সামনে ভেসে ওঠে ।


অভাবী জীবন নিয়ে আমাকে 
কেউ কোন কথা বলে না।
শুধু ছুঁয়ে থাকে চোখ বাসনায় 
যা অবলীলায় ধরা পড়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much