২৪ জানুয়ারী ২০২২

কবি রুকসানা রহমান এর কবিতা



আমাদের কোন বসন্ত নেই

রুকসানা রহমান


আজ বসন্তেরজোয়ারে হলুূূদ আর লাল আবিরের প্রজাপতির ঢেউএর মিছিল শহর ময়। 
আর ঐ -ফুটপাতের মেয়েটি মাকে বললো ওরা একটা ফুল দিলোনাগো মা। 
মাথায় হাত রেখে বলে -ঐদিকে  তাকিওনা,এই যে দেখছো আকাশ
 সেই ছাদের নীচে ধুলো মাটি আবর্জনা আমরা
আমাদের আকাশের রঙ নেই,স্বপ্ন নেই। 

ওদের সাথে আকাশ আর মাটির মতন দুরন্ত
 ঐযে চাঁদ, ওটা ও ফ্যাকাসে আত্মার আলো নেই।

 এই শহরের, ঝলমলে রাতের শহর ও অন্ধকার  ঐযে দেখছো, ভদ্রলোক যারা
আমাদের ঘৃণা করে ওরাই রাতের আঁধারে নারী খেকো হায়না।কখন যে তোকে আমাকে ছিঁড়ে খাবে তাও জানিনা।
আমাদের সম্বল শুধু নিংশ্বাস।
তাই আমাদের জীবনে কোন বসন্ত কোনদিন আসবেনা।

1 টি মন্তব্য:

  1. আমার অতি প্রিয় একটি কবিতা।অনবদ্য সৃষ্টি করেছেন কবি দিদিভাই।আমি মুগ্ধ হয়ে গেলাম

    উত্তরমুছুন

thank you so much