২৪ জানুয়ারী ২০২২

কবি মীরা সুলতানা'র কাবিতা




আধখান শশ
মীরা সুলতানা 

দিগন্তে বালিয়ারীতে হেঁটে যায় সতর্ক পা চোরাবালির নিমগ্ন  হাতছানি দিগন্ত জোড়া

সৌরকিরন  ভরে রাখে  বুক পকেটে 
আহ্লাদী জ্যোৎস্নায় গা ভাসিয়ে কেউটেরা আনন্দ খুঁজে!

একাকী রাতের প্রহর তাঁরা অবিচল     স্তব্ধতায় খাবি খায় ষোড়শী ঢল!

সামুদ্রিক  ফেনা রাশির  ধেয়ে আসা ঘাম
শুদ্ধতার প্রমান নিয়ে  এলো নীল খাম। 

মায়াবী আকাশের ভেজা ঠিকানায় 
আদ্রতা শুষে নেয়া ডাকপিয়ন, নিমিষে  পৌছায়;
 
মধ্য বয়সী নারীর হৃৎপিন্ডে বুলেট বিঁধে কাঁপে থরথর ,
করতলে ধীর পায়ে হেঁটে চলে  কুয়াশা যাযাবর। 

 পৃথিবীর  বুক ঘেষে বয়ে চলা এক সরীসৃপ পাল,
 কস্মিন কাল ছুঁয়ে বয়ে আসে এক অতীত মহাকাল! 

কেউটেরা স্বর্বেস্বর্বা সর্ব জ্ঞানী, মহাঋষী
আঙ্গুলের ফাঁক  গলে  উঁকি মারে  আধখান শশী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much