০৫ নভেম্বর ২০২১

কবি বিকাশ সরকার আলোউৎসবে এবং আমরা দুইজন

ভালোবাসা থেকে প্রেম 

দেবব্রত সরকার 

                             বিতা নয় কবি।  হ্যাঁ তিনি কবি।  কবি বিকাশ সরকার।  নরম। উজ্জ্বল। মিষ্টি।  সুন্দর। নিরলস।  নির্মম।  সহানুভুতিশীল।  নিরহঙ্কারী একজন পূর্ণাঙ্গ মানুষ।  তিনি কবিতা যোগে নিজেকে মাখিয়ে রাখেন।  উপন্যাস তার প্রতিবাদের কথা বলে।  প্রেম মেখে ওঠে কবিতা।  বোধের মাঝে ডুবিয়ে রাখেন মন।  ভালোবাসার মাঝে খোঁজেন প্রাণ।  উদারতা এক বিস্ময়কর প্রকাশ।  উজ্জ্বল কচি হাসি আর যোগনিদ্রায়িত চোখ।  নিবিড় সান্যিদ্ধে কুড়িয়ে নেয় বুক।  অদ্ভুত মানুষ কবি বিকাশ সরকার। 

         কবি বিকাশ সরকার  এক বিশেষ মুহূর্তে                                 (ছবি দেবব্রত ও সানি সরকার )


 তাঁর লেখা কবিতার গোপন দৃশ্যে প্রেম প্রকৃতি হয়ে ওঠে অনন্ত।  ঘনিষ্ঠ হয়ে ওঠে লেপটে থাকা সম্পর্ক যখনও তাঁর  হিংসা করে।  ভাবুক কবি নিয়তি মায়ায় নিজেকে খুলে খুলে দেয়। আদর ছুঁড়ে দেয় স্নেহভাজনদের দিকে। তাঁর চুপচাপ আর্তনাদ কেও দেখে , কেও দেখেও নির্বাক। অথচ কবি চুপচাপ। নেশা নেই শ্রেষ্ঠত্বের।  কাজ করে জান।  ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে ঝরে পড়ে নদী। যেমন প্রকৃতি ভালোবাসে প্রাণ।  তেমনই ভালোবাসে কবি।  


      কবি বিকাশ সরকার                                 (ছবি তুলেছেন দেবব্রত সরকার) 

"কবিতার মাঝে এঁকে চলে প্রেম আর জীবনের কথা।  তিনি আর কেও নন কবি তিনি ব্যথা।"  এই কথায় কবিজীবনের সব উত্তর।  কবি বিকাশ সরকার  আজও একই ভাবে গতিময় জ্ঞান।  কবি বিকাশ সরকারের কবিতায় কি এক যাদুময় অনুভূতি। 

            কবি সানি সরকার                                                                          ছবি নিজস্বী 

আজ আলোউৎসবের দিনে হঠাৎ তাঁর বাড়িতে গিয়ে হাজির। আমি আর সানি মানে কবি সানি সরকার। সানি খুব ভালো কবিতা ও গল্প লেখে। পেশা বলতে  সাংবাদিকতা। তরুণ কবির মুখে একমুখ প্রাণচ্ছল মনখোলা আদুরে ভালোবাসার হাসি।  যে কেউ ভিজে যায় তার নরম হাসি আর সুরালো ভাষায়। 
.  

কবিতায় নিয়ে আসে প্রেম আর মায়া। কখনও বা হেসে খেলে জড়িয়ে দেয় মন। আবার কখনও ভালোবেসে ভিজিয়ে ফেলে চোখ।  কবিদেরই মনে হয় এমন হয়। ভালোবাসা তাঁদের বড়ই নিবিড়।  আর প্রেম অনন্ত।    খুব মজা করলো কবি বিকাশ সরকারের সঙ্গে।  দীর্ঘ ৬ বছর পর বিকাশঝোরা কে পেয়ে আপ্লোত কবি সানি সরকার। জড়িয়ে ধরলেন মায়াবী।  কবি তাঁর আদর দিয়ে ভাসিয়ে নিলেন আলো উৎসবের দিন। 


                                                                                                                
  

চলবে ....

২টি মন্তব্য:

  1. সুন্দর আলোচনা।বিকাশ সরকার এখন মুর্শিদাবাদ এর কবি মহলে উজ্জ্বল নক্ষত্র।

    উত্তরমুছুন
  2. ভালোবাসার মানুষটি ভালবেসে চলেছেন নিরন্তর । লেখা তাঁর হৃদয় জুড়া । অদ্যপ্রন্ত কবি । চোখে ডাকে মুখে । কবিতা পড়েছি । উপন্যাস পড়েছি । গল্প পড়েছি । আরো পড়ব ।

    উত্তরমুছুন

thank you so much